ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

পাংশায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ১১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:১৬, ১১ সেপ্টেম্বর ২০১৯

রাজবাড়ীর পাংশায় শওকত আলী মণ্ডল (৪০) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত রাত ৯টার দিকে উপজেলার বাগদুলি বাজারে এ ঘটনা ঘটে।

শওকত আলী মণ্ডল পাংশা উপজেলার মৌড়াট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডে সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার পশ্চিম বাগদুলি গ্রামের নাজির মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে উপজেলার বাগদুলি বাজারে শওকত আলী অবস্থান করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলাপাতাড়ি পিটিয়ে আহত করে।

গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তী সময়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হয়। সেখানে রাত ২টার দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূ্র্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে বলে মনে করেন নিহতের ভাতিজা হেলাল মণ্ডল।

মৌড়াট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামাণিক জানান, গত উপজেলা নির্বাচনে শওকত আলী নৌকার পক্ষে কাজ করেন। এ কারণে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা করা শওকত আলীকে হত্যা করেছে তা জানা যায়নি। ঘাতকদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে বলে জানান তিনি। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি