ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে বাগানে ডাকাত সর্দারের গলাকাটা লাশ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১২, ১২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাত সর্দার রিপন কাজীর (৩৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার শেখর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের ছিরু কাজীর ছেলে। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে থানা পুলিশ সহরাইল বাজার বণিক সমিতির সভাপতি মো. চুন্নু বিশ্বাসের ফোন পেয়ে রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের লায়েক মিয়ার মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করে।

থানা সুত্রে জানা যায়, রিপন কাজী অস্ত্র, মাদক ও চুরি-ডাকাতির ১৪টি মামলার আসামি ছিল। পুলিশ ও এলাকাবাসীর ধারণা মাদক অথবা ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে রিপন কাজী খুন হতে পারে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের আধিপত্য বা ডাকাত দলের অভ্যন্তরীণ কোন্দলে তাকে হত্যা করা হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। 

এ ঘটনায় রিপন কাজী পরিবার দুপুর পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়নি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি