ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ১২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বরিশালে ২৪ ঘণ্টা শেষ না হতেই এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুরাইয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সে মারা যায়। সুরাইয়া বরগুনার পাথরঘাটা উপজেলার হাড়িটানা আদশর্ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

এ নিয়ে গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে ৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং গৌরনদীতে এক জনের মৃত্যু হয়। 

সুরাইয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাত ৮টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। তবে ভর্তির সময় তার অবস্থা গুরুতর ছিলো বলে জানান চিকিৎসকরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।  সুরাইয়া বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাদল মুন্সীর মেয়ে।

এর আগে গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ফারহাদ হোসেন জিহাদ (১৪) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়। সে বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের মধ্য চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা বাবুল আহমেদ হাওলাদারের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে গত ২৮ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে ১৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন এবং ৩৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ১৬ জুলাই থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শেবাচিম হাসপতালে মোটভর্তি হয়েছে ২ হাজার ১৭০ জন এবং হাসপাতাল ত্যাগ করেছেন ২ হাজার ৭১ জন। বর্তমানে হাসপাতালে মোট ৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি