ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে নুরু হত্যা মামলার মূল আসামিসহ গ্রেফতার ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ১২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের রাজদিঘীর পাড় এলাকায় দুই কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে কিশোর নুরুল ইসলাম নুরু হত্যা মামলার মূল আসামি রাসেলসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার সুজয় চক্রবর্তী জানান, গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটনের রাজদিঘী উত্তর পাড়ে সাহাপাড়া ভাই ব্রাদার্স কিশোর গ্যাংয়ের সদস্যরা কিশোর নুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে।

নুরু রাজদিঘীর পাড়ে একটি চায়ের দোকানের কর্মচারী ছিল এবং সে রাজ দিঘীরপাড় কিশোর গ্যাং গ্রুপের একজন সক্রিয় সদস্যও ছিল। হত্যাকাণ্ডের পর আসামিরা গা ঢাকা দেয়। তবে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গাজীপুরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।  

র‌্যাব জানায়, মূলত আধিপত্য বিস্তার এবং শহরের সাহাপাড়া ভাই ব্রাদার্স কিশোর গ্যাং গ্রুপের লিডার রাসেলকে, ভাই না বলে তুই সম্বোধন করায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের তৎপরতা অব্যহত রয়েছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

আই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি