ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নলছিটিতে ওপেন হাউজ ডে

নলছিটি (ঝালকাঠি) সংবাদাদাতা 

প্রকাশিত : ১৯:০৮, ১২ সেপ্টেম্বর ২০১৯

ঝালকাঠির নলছিটি থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নলছিটি থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধূরী, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন, মোর্শেদা বেগম, জেলা পরিষদ সদস্য ওহায়েদ কবির খান, মজিবুর রহমান খন্দকার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে নলছিটিতে মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং রোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

এমএস/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি