ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে নারী নির্যাতন প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৪, ১২ সেপ্টেম্বর ২০১৯

বাল্যবিয়ে, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে সেবাদাতা ও গ্রহীতার মধ্যে নড়াইলে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চিত্রা সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা’র আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। 

এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদার। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিচুর রহমান, সদর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামীম রেজা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হরিদাস রায়, কলোড়া ইউনিয়ন পরিষদ’র (ইউপি) চেয়ারম্যান আব্বাস আলী সরদার, শেখহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ, বাবর আলী মোল্যা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাল্যবিয়ে, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সেবা প্রদানকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সেবাগ্রহীতাদের সাথে আন্তরিক হলে এ সব সমস্যা অনেকাংশে কমে যাবে। এ ছাড়া পারিবারিক ও সামাজিক অবস্থান থেকেও এ সব সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে বাঁচতে শেখার প্রকল্প সমন্বয়কারী মটর কান্তি মন্ডল, প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম, নারী নেত্রী কবিতা বিশ্বাস প্রমূখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএস/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি