ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে পদ্মায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীতে পদ্মায় ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। শুক্রবার সকালে নগরের আলুপট্টি এলাকায় পদ্মা মন্দিরের সামনে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, শুক্রবার সকালে নিহত ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধারের ব্যবস্থা করে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে লাশটি এখানে ভেসে এসেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি