ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে ৯ মাস বয়সী শিশুকে হত্যা করল বাবা!

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৪, ১৩ সেপ্টেম্বর ২০১৯

সিরাজগঞ্জের বেলকুচিতে ৯ মাস বয়সের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। বেলকুচি পৌর এলাকার মুকন্দগাঁতী মহল্লার শিশু সুমাইয়া খাতুনের লাশ পুলিশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হত্যাকারী বদিউজ্জামান পলাতক রয়েছেন।

শুক্রবার সকালে শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের ডোবায় ফেলে দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম ও স্থানীয়রা জানান, ৭ বছর আগে তাঁত শ্রমিক বদিউজ্জামানের সঙ্গে পাবনার চাটমোহরের মির্জাপুর গ্রামের সিকেন্দার আলীর মেয়ে সুন্দরী খাতুনের বিয়ে হয়। কয়েক বছর আগে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। এ নিয়েও তাদের সংসারে অসন্তোষ চলছিল। এরপর একটি ছেলে সন্তানের আশা করলেও গত ৯ মাস আগে তাদের সুমাইয়া নামে আরেকটি কন্যা সন্তান হয়। এ নিয়ে মাঝে মাঝেই স্ত্রীকে মারধর করতো ও শিশু সন্তানকে হত্যা করবে বলে প্রকাশ করে আসছিল। এরই এক পর্যায়ে শুক্রবার সকালে শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের ডোবায় ফেলে দেয়। বিষয়টি তার স্ত্রীসহ স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এরপর থেকেই ঘাতক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি