ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা নিহত, নাতি আহত 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫০, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া নাতিকে বাঁচাতে গিয়ে দাদা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহত পিয়াসকে (১৩) গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

জানা যায়, নিহত পরবেশ সরদার (৬০) থানাঘাটা গ্রামের মৃত আলিমউদ্দিন সরদারের ছেলে। আহত পিয়াস সুন্দরবন টেস্কটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। 

পারিবারিক সুত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে পিয়াস একটি লোহার চ্যানেল নিয়ে তাদের বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে প্রবেশের সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। তার চিৎকার শুনে পরবেশ সরদার এগিয়ে তাকে রক্ষা করতে গেলে তিনিও বিদ্যুপৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই পরবেশের মৃত্যু হয়। 

সাতক্ষীরা সদর হাসপাতালেরর জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহাববুর রহমান জানান, পিয়াসের অবস্থা আশঙ্কাজনক।

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি