ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রাণে বাঁচলেন ফেনীর পুলিশ সুপার, দেহরক্ষী নিহত (ভিডিও)

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫১, ১৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২৩:৩১, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গাড়ি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। তবে তিনি রক্ষা পেলেও নিহত হয়েছেন তার দেহরক্ষী। এ সময় পুলিশ সুপারের সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন। 

শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ার কাজীর দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার বগদাদীয়া পুলিশ ফাঁড়ী পরিদর্শন শেষে গাড়ি যোগে শহরে ফিরছিলেন তারা। এ সময় মহাসড়কের কসকা এলাকায় আসলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। 

এতে গাড়ির আরোহী পুলিশ সুপার নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও চালক মং সাই চাকমা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিহত হন পুলিশ সুপারের দেহরক্ষী আজাহার। 

আহতদের উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। নিহত দেহরক্ষী পুলিশ সদস্য আজহারের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি