ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় চাঁদা না দেয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৭, ১৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

চাঁদা না দেয়ায় কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য দুলাল হোসেন অপুকে কুপিয়ে যখম করে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের নিবৃত করার চেষ্টা করায় সিপন নামের একজন আহত হয়েছে।   

শুক্রবার সন্ধ্যায় নগরীর টমছম ব্রিজ এলাকায় জাঙ্গালিয়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোস্তাক আহামেদ মোরশেদ ১০ থেকে ১২ জন সহযোগী নিয়ে দুলাল হোসেন অপুকে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় সন্ত্রাসীদের নিবৃত করার চেষ্টা করলে সিপনকেও কুপিয়ে যখম করা হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

জানা যায়, পরিবহন ব্যবসায়ী দুলাল হোসেন অপুর কাছে চাঁদা দাবি করে আসছিল মোস্তাক আহাম্মক মোরশেদ। 

মোস্তাকের নামে হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। বিষয়টি নিয়ে কোতয়ালী থানায় হত্যা চেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি