নড়াইলের চিত্রা নদীতে ‘এস এম সুলতান নৌকাবাইচ’
প্রকাশিত : ১২:২১, ১৪ সেপ্টেম্বর ২০১৯
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
‘নদী দুষণমুক্ত রাখি, পরিবেশকে পরিশুদ্ধ করি’ এ স্লোগানকে ধারণ করে আজ শনিবার দুপুর ২টা থেকে ‘এস এম সুলতান নৌকাবাইচ’ প্রতিযোগিতা শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এ নৌকাবাইচ প্রতিযোগিতায় নারী ও পুরুষদের অন্তত ২০টি নৌকা অংশগ্রহণ করবে। এ উপলক্ষ্যে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনজুমান আরা।
উল্লেখ্য, চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। অসুস্থতার কারণে ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এমএস/
আরও পড়ুন