ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৬, ১৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১২:২৭, ১৪ সেপ্টেম্বর ২০১৯

রাজশাহীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

জানা যায়, নিহতের নাম রওশন আরা (৫৫)। তিনি কুষ্টিয়া জেলার দৌলপুর গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১০ সেপ্টেম্বর রওশন আরা হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থান অবনতি হলে ১২ সেপ্টেম্বর তাকে আইসিইউতে নেয়া হয়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, এ হাসপাতালে এখন পর্যন্ত মোট ৬৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৭ জন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনজন। এরা হলেন চাঁপাইনবাবগঞ্জের আব্দুল মালেক, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরের শাপলা বেগম ও কুষ্টিয়ার দৌলপুরের রওশন আরা।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি