ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

দিনাজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী নজরুল সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০১৯

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার থেকে দিনাজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় নজরুল সম্মেলন’। এ উপলক্ষে সকালে দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এসে শেষ হয়। 

র‌্যালি শেষে শিল্পকলা একাডেমিতে অনিুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নজরুল গবেষক এ,এফ, এম হায়াতুল্লাহ। জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কবি নজরুল ইনষ্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক আব্দুর রহিম, সাবেক নির্বাহী পরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ও নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষক ডা. শহীদুল ইসলাম খান। 

আলোচনা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তিন দিনব্যাপী ‘জাতীয় নজরুল সম্মেলন’র সুচিমালায় রয়েছে নজরুলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ।

এমএস/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি