ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর সদস্যদের অনাস্থা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ১৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমানের প্রতি অনাস্থা জানিয়ে তাকে অবাঞ্চিত ঘোষণা করেছেন পরিষদের সদস্যরা। তাকে বরখাস্তের দাবি জানিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছেন পরিষদের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে সদস্যরা জানান, চেয়ারম্যান মো. মুজিবুর রহমান দুর্নীতি পরায়ন। তাকে অবিলম্বে বরখাস্ত না করলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন করা হবে। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহিদ টিপু, মজিবুর রহমান ভূইয়া, নজরুল ইসলাম, ফারুক আহম্মেদ, সালাউদ্দিন সরকার,সাইদুর রহমান প্রমুখ।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি