ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

লালমনিরহাটে ধান চাতালে বিষ দিয়ে পাখি হত্যা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০১৯

লালমনিরহাটে খাবারের সাথে বিষ মিশিয়ে বিভিন্ন প্রজাতির শতাধিক পাখি হত্যার অভিযোগ উঠেছে এক ধান চাতাল ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ শনিবার সকালে জেলা শহরের আপন পাড়া এলাকায় সিটি অটো রাইস মিলে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পাখি হত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী দোষী ব্যক্তির বিচার দাবি করেছেন।

লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ মকবুল হোসেন জানান, পরীক্ষা-নিরীক্ষার জন্য মৃত কয়েকটি পাখির নমুনা সংগ্রহ করা হয়েছে। 

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মারমা জানান,  বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এভাবে পাখি হত্যা আইনত দন্ডনীয় অপরাধ এবং এই ধরনের অপরাধের জন্য এক লাখ টাকা জরিমানা এবং এক বছর কারাদণ্ডের বিধান রয়েছে। ধান চাতালে পাখি হত্যার ঘটনাটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আইনানুগভাবে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি