ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে যমজ দুই কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১০, ১৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে যমজ দুই কন্যাকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম কাজল নামে এক পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই কন্যার মায়ের দায়ের করা মামলায় শনিবার সকালে শ্রীপুরের ধনুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই দুই বোনের শারীরিক পরীক্ষার জন্যে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকার জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তার বিবাহিত প্রথম স্ত্রী আমেনার জমজ দুই কন্যাকে ধর্ষন করে।

তার সংসারে তিন স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী আমেনা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত ধর্ষনকারী পিতাকে আটক করে পুলিশ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি