ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে  নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:২৮, ১৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৮:৩২, ১৪ সেপ্টেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে শামছু মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বোড্ডা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রবি রহমান (৫৫), এরশাদ মিয়া (৩৭), সায়েদুল মিয়া (২২), আলাল (৪০), আব্দুর রহিম (৬০), শেখ রাকিব (৪০), শেখ হোসেন (৪২), জাবেদ (৩৫), শরীফ (২০) ও বাবুল মিয়া (২০)। হতাহতরা সবাই বোড্ডা গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বোড্ডা গ্রামের ইউপি সদস্য অলি আহাদ ও শামছু মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টায় আহাদ গ্রুপের লোকজন শামছু গ্রুপের লোকজনদের ওপর আক্রমণ করে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে আহত হয়ে শামছু মিয়া ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি