ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ফেনসিডিল ও গাঁজাসহ নারী আটক

বেনাপোল প্রতিনিধি:

প্রকাশিত : ২১:০৯, ১৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বেনাপোল-খুলনাগামী যাত্রীবাহী ট্রেন থেকে ১৬ বোতল ফেনসিডিল ও ৩শ' গ্রাম গাঁজাসহ নাছিমা খাতুন (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

শনিবার বিকালে নাভারন রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক নাছিমার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলার চলিশিয়া  গ্রামে।

বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি নাভারন স্টেশনে পৌঁছালে ট্রেনে তল্লাশি করে নাছিমাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৬ বোতল ফেনসিডিল ও ৩শ' গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়। মাদক আইনে মামলা দিয়ে নাছিমাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 

আরকে/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি