ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সাভারে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সাভার (ঢাকা) সংবাদদাতা :

প্রকাশিত : ১০:০৬, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ঢাকার সাভারে পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে সাভারের কোটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন নিহতের সহযোগী স্বপন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল মজিদ (৩৭) ছায়াবিথী এলাকা থেকে নিজের ব্যক্তিগত অফিস থেকে সহযোগীসহ বাড়ি ফেরার পথে এক দল দুর্বৃত্ত তার মাথায় গুলি ছোঁড়ে। এ সময় তার সহযোগী স্বপনও দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। রাতেই গুলিবিদ্ধ স্বপনের পায়ে অস্ত্রোপচার করা হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক জাকারিয়া হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

এমএস/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি