ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে সুজন`র গোলটেবিল বৈঠক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৫, ১৫ সেপ্টেম্বর ২০১৯

সুশাসনের জন্য নাগরিক-সুজনের আয়োজনে ঠাকুরগাঁওয়ে ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিতে এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। 

জেলা সভাপতি অধ্যাপক মনতোষ কুমার দে’র সভাপতিত্বে বৈঠকে দেশের রাজনৈতিক সংস্কারে একটি সুপারিশমালা প্রণয়ন করা হয় এবং পরবর্তীতে তা জাতীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে পেশ করা হবে বলে জানানো হয়।

বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও লেখক, সংবাদিক, শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার, আইনজীবী, সচেতন নাগরিক এবং কলেজের শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি