ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে চীনের প্রতিনিধি দল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০১৯

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছে চীনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। রোববার সকাল সাড়ে ১১টায় প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যায়।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মন্ছুর জানিয়েছেন, প্রথমে উখিয়া ও পরে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু কোনারপাড়া সীমান্তে জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হবে ৯ সদস্যের এ প্রতিনিধি দল। পরিদর্শন শেষে বিকেলে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে দলটি। 

উল্লেখ্য, গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় প্রতিনিধি দল পাঠায় চীন। তবে রোহিঙ্গারা রাজি না হওয়ায় সেই সময় প্রত্যাবাসন প্রক্রিয়াটিও আটকে যায়।

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি