ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০১, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৫:০৭, ১৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ার ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছে মার্কিন প্রতিনিধি দল।

আজ রোববার সকালে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে প্রথমে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যায় দলটি। সেখানে তারা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখছেন এবং সবশেষে রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলবেন তারা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মন্ছুর জানান, মার্কিন প্রতিনিধিদলটি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। সেখান থেকে ১৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে। প্রতিনিধি দলটির সঙ্গে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি