ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়া সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২০:৫১, ১৫ সেপ্টেম্বর ২০১৯

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনায় আসা সিরাজগঞ্জের শাহজাদপুরের সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ গুরুতর হওয়ায় এবং অভিযোগের পুর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাকে বিভাগীয় মোকদ্দমা চলাকালীন কাজে বহাল রাখা সমীচীন হবে না। তাই ‘সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮’ অনুযায়ী সুব্রতকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সুব্রত কুমার দাশের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮’ অনুযায়ী যথাক্রমে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি সিরাজগঞ্জের জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতা ও অন্যান্য ভাতা পাবেন বলেও আদেশে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে সুব্রত কুমার দাসকে এক ব্যক্তির কাছ থেকে গুনে গুনে ঘুষের টাকা নিতে দেখা গেছে। পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগ এবং গণমাধ্যমে এসব সংবাদ দেখে জেলা রেজিস্ট্রার আবুল কালাম মো. মঞ্জুরুল ইসলাম গত ২৮ আগস্ট এ ঘটনার তদন্ত শুরু করেন।

 টিআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি