ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজয়নগরে প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫১, ১৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বামী পরিত্যক্তা এক প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হরষপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে প্রতিবন্ধী ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারীর বাড়ি কুমিল্লা জেলায়। স্বামী পরিত্যাক্তা হওয়ায় তিনি বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় ভাগ্নির সাথে বসবাস করতেন ও কাপড়ের ব্যবসা করতেন।

গত বুধবার বেলা ১১টার দিকে ওই নারীকে বাসায় একা রেখে তার ভাগ্নি বাজারে যান। ফিরে দেখেন ওই নারী কান্নাকাটি করছে। পরে ওই নারী তাকে জানায়, স্থানীয় আব্দুল মান্নানের ছেলে লিটন, নুরুল ইসলামের ছেলে জসিম ও আব্দুল জব্বারের ছেলে ফয়সাল তাকে পালাক্রমে ধর্ষণ করেছে। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবির জানান, এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।

আই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি