ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ০৯:১২, ১৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আ. রহিম ওরফে রহিম ডাকাত নিহত হয়েছে।

রোববার দিনগত রাত আড়াইটার দিকে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি ওয়ান সুটারগান ও ৯টি গুলির খোসা উদ্ধার করেছে।

নিহত রহিম সদর উপজেলার ধুলদিজয়পুর গ্রামের হাসমতের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকালে রহিম ডাকাতকে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা গ্রেফতার করে। পরে দিনগত রাত আড়াইটার দিকে তাকে নিয়ে পুলিশ সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় যায়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিম ডাকাতের গ্রুপের সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রহিম ডাকাতকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি