ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে ইউপি নির্বাচন: প্রার্থীসহ আটক ৫

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৭, ১৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করায় দুইজন সদস্য প্রার্থীকে আটক করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ৩ সমর্থককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রোববার রাতে দৌলতদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য প্রার্থী পান্নু মোল্লা ও আইয়ুব মোল্লা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শো-ডাউন করেন। ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পান্নু মোল্লা এবং আইয়ুব মোল্লাসহ তাদের তিন জন সমর্থককে আটক করেন। আটক তিন সমর্থককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করে নির্বাচন শেষ না হওয়ার পর্যন্ত ঐ প্রার্থীদেরকে আটক রাখার নির্দেশ দেন আদালত। নির্বাচন শেষে ঐ দুই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানা যায়।   

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, শো-ডাউনের ঘটনায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার ঘটে।  

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি