ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অনুদান

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫১, ১৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কর্মজীবী ল্যাকটেটিং মাদার কর্মসূচীর আওতায় জয়পুরহাট পৌরসভা এলাকার ৬৯ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাধ্যমে মাতৃত্বকালীন মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ১২ লাখ ৬৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এসব অনুদানের চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য (জয়পুরহাট-১) অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রেবেকা সুলতানা।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি