ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটের ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ ১

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের ভৈরব নদে গোসল করতে নেমে সোহেল শেখ (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। সোমবার দুপুরে শহরের পৌরঘাট সংলগ্ন ভৈরব নদে গোসল করতে নেমে তিনি নিখোজ হন। সোহেলকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট।

সোহেল শেখ ঢাকায় বসবাসরত আব্দুল মজিদের ছেলে। সে একবছর ধরে বাগেরহাট শহরে পুরাতন বাজার এলাকায় তার চাচা শেখ আব্দুল মান্নানের বাড়িতে থাকত।

সোহেলের চাচা শেখ আব্দুল মান্নান বলেন, গত এক বছর ধরে সোহেল আমাদের বাসায় থাকে। সোহেলের মৃগি রয়েছে। আজ বেলা ১২ টার দিকে বাড়ি থেকে গোসলের উদ্দেশ্যে বের হয় সোহেল। পরে গোসল করতে নেমে নিখোজ হয় সোহেল।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, নিখোজ সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে। খুলনা থেকে ডুবুরী দল রওনা দিয়েছে। তারা পৌছে উদ্ধার কাজ শুরু করলে সোহেলকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি