ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ১৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা এলাকায় বাসচাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু'জন হলেন- হবিগঞ্জের মাধবপুর থানার গোপীনাথপুর এলাকার ইউনুছ আলীর ছেলে লুৎফর রহমান (২৮) ও কুড়িগ্রামের পাইকপাড়া কৃষ্ণপুর এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে নাজমুস সাকিব (৩৫)। 

তাদের মধ্যে লুৎফর ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় থেকে পাখির ফিডের ব্যবসা করতেন এবং নাজমুস একই এলাকায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। 

শ্রীপুর থানার এসআই মো. মঞ্জুরুল ইসলাম বলেন, মাওনা চৌরাস্তা এলাকায় উড়ালসেতুর পাশে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, এতে মোটর সাইকেল আরোহী নাজমুস ঘটনাস্থলেই নিহত এবং লুৎফর আহত হন।পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লুৎফরকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায় বলে জানান তিনি।

শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, পরিবারের আবেদনে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি