ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে ৬ বছরের শিশুকে হত্যা করল সৎ মা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০০, ১৭ সেপ্টেম্বর ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে ছয় বছরের শিশু সিয়াম মোল্লাকে হত্যার অভিযোগে তার সৎ মা ফেরদাউসি বেগম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বদনীভাঙ্গা গ্রামের নিজ স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে। 

সিয়াম বদনীভাঙ্গা গ্রামের মিরাজ মোল্লার ছেলে। সিয়ামের তিন বছর বয়সে তার মায়ের সঙ্গে সিরাজের বিবাহ বিচ্ছেদ হয়। পরে মিরাজ ফেরদাউসিকে বিয়ে করেন। সিয়াম সৎ মায়ের কাছেই থাকতেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, গত রোববার বিকেল থেকে সিয়াম নিখোঁজ ছিল। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে, পুলিশে খবর দেয় নিখোঁজ সিয়ামের বাবা মিরাজ মোল্লা।

পরে সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ সিয়ামের সন্ধানে ওই এলাকায় অভিযান শুরু হয়। এক পর্যায়ে সিয়ামের সৎ মা ফেরদাউসির আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিয়ামকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। 

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির টয়েলেটের পাশে আবর্জনার মধ্য থেকে মঙ্গলবার সকালে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি