বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বুধবার আমদানি-রফতানি বন্ধ
প্রকাশিত : ১৭:১৭, ১৭ সেপ্টেম্বর ২০১৯
সনাতন সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা উপলক্ষে আগামীকাল বুধবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সকল প্রকার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার দু‘দেশের মধ্যে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ থাকবে।
বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার উত্তম চাকমা আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আমাদেরকে একটি চিঠি দিয়ে বিষয়টি অবগত করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দু‘দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য সচল থাকবে।
কেআই/
আরও পড়ুন