ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৫, ১৭ সেপ্টেম্বর ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে মঙ্গলবার সকালে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১৫ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের একটি টহলদল সীমান্তের চারাবটতলা নামক স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১৫ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা উদ্ধার করে।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়।
কেআই/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি