ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর জন্মমাস উপলক্ষ্যে গাজীপুরে ডেঙ্গু পরীক্ষা 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৪, ১৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের পূবাইল এলাকায় প্রধানমন্ত্রীর জন্মমাস উপলক্ষে জ্বরে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ রক্ত পরীক্ষা এবং চিকিৎসা ব্যবস্থাপনা আয়োজন করা হয়।

এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা মোদাছ্ছের আলী, শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজের পরিচালক আমির হোসেন রাহাত, আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান সিরিজ। পরে অতিথিবৃন্দ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এবং মেঘডুবি কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনায় আয়োজিত ডেঙ্গু রোগীর রক্ত পরীক্ষা ও চিকিৎসা পর্যবেক্ষণ করেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি