ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০১৯

যশোরের শার্শায় পানিতে ডুবে আহাদ আলী নামে দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে কুয়াই পড়ে যেয়ে শিশুটি মারা যায়। সে উপজেলার চটকাপোতা গ্রামের আক্তার আলীর ছেলে। 

নিহত শিশুটির নিকট আত্মীয় ইকরামুল ইসলাম জানান, সন্ধ্যার পরে শিশুটি তার মায়ের সাথে বাড়ির সামনে ছিল। এ সময় ঘোরাঘুরি করার সময় উঠানের পাশে কুয়ায় পড়ে যায়। পরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। পাশের কুয়ায় শিশুটিকে ভাসতে দেখে স্বজনেরা উদ্ধার করে উপজেলা (নাভারন) স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার নজরুল ইসলাম জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। 

কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি