ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত (ভিডিও)

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৭, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:১১, ১৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাসুদ পারভেজ ওরফে পারভেজ ডাকাত নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার সাতখামাইর এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৬ টি শটগান ও একটি ওয়ান গান উদ্ধার করা হয়।

নিহত মাসুদ শ্রীপুর উপজেলার বরমী গ্রামের আজিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে সাতটি ডাকাতিসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, শ্রীপুরের সাতখামার এলাকায় র‌্যাবের টহল টিম গোপন সংবাদে জানতে পারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। র‌্যাবের টহল টিম সেখানে পৌঁছালে ডাকাত দল গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। লাশটি উদ্ধার করে গাজীপুর এর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি