ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

বাঘাইছড়িতে জেএসএসের ২ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১২:২৮, ১৮ সেপ্টেম্বর ২০১৯

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ২ কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দুর্গম কজোইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রিপেন চাকমা ও বর্ষন চাকমা।

সূত্র জানিয়েছে, বাঘাইছড়ি উপজেলার কজোইছড়ি গ্রামে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ২ কর্মী রিপেন চাকমা ও বর্ষন চাকমা অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা অতর্কিতে গুলি করলে ঘটনাস্থলে তারা দুজনেই নিহত হন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মঞ্জুর জানান, পুলিশ ঘটনাটি শুনেছে। খবর পেয়ে আজ বুধবার সকালের দিকে লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি