লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে (ভিডিও)
প্রকাশিত : ১১:৪২, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০১৯
কয়েকদিনের টানা প্রবল বর্ষণ আর উজানের পানিতে বেড়েছে তিস্তা নদীর পানি। নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে তিস্তা পাড়ের নিম্নাঞ্চল ও চর এলাকা। পানি বন্দী হয়ে পড়েছেন তিস্তা পাড়ের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ।
মঙ্গলবার রাত থেকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। রাতে তিস্তার পানি হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদ সীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার অতিক্রম করে তা ৫২ দশমিক ৮১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
আজ বুধবার সকালে পানি কিছুটা কমে তা বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গেল কয়েকদিনের টানা বর্ষণ আর উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে তিস্তার পানি বেড়েছে। বাড়ি-ঘরে পানি উঠায় অনেকে আশ্রয় নিয়েছেন নিরাপদ আশ্রয়ে। পানির নিচে তলিয়ে গেছে বিস্তির্ন এলাকার রোপা আমনের চারা।
আকস্মিক তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন তিস্তা পাড়ের মানুষ। সম্প্রতি কয়েক দফা বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতে আবারো বন্যা পরিস্থিতির মুখে পড়েছেন তারা। তিস্তার পানি দ্রুত হ্রাস না পেলে ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে তারা জানিয়েছেন।
আরও পড়ুন