ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় ২ স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৪:০৮, ১৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরের চাপায় বাইসাইকেল আরোহী ২ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কিরাটন লাখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কিরাটন ফকিরপাড়ার গ্রামের মাহাবুবের ছেলে রাজন ও একই এলাকার মিজানের ছেলে মাহিন। নিহত দু’জনেই দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, বাইসাইকেল যোগে ২ স্কুল ছাত্র স্কুলে যাওয়ার পথে করিমগঞ্জ- দেহুন্দা সড়কের কিরাটন লাখপুর এলাকায় পিছন দিকে থেকে ইটভর্তি একটি ট্রাক্টর তাদেরকে চাপা দেয়। এতে স্কুলছাত্র মাহিন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অপর স্কুলছাত্র রাজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাক্টরটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি