ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ী‌তে ৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০১, ১৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজবাড়ী‌র হাসপাতালগু‌লো‌তে আবারও বাড়‌তে শুরু ক‌রে‌ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে নতুন করে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছে ৫ জন ডেঙ্গু রোগী। এ নি‌য়ে রাজবাড়ী‌তে মোট ৩৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে‌ছে এবং যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৩ জন রোগী।

এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৩ জন। বুধবার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। 
গত সপ্তাহসহ চল‌তি সপ্তা‌হের প্রথম তিন দিন ভ‌র্তি রোগীর সংখ্যা কম‌লেও পরপর দুই দিন আবার বে‌ড়ে‌ছে ডেঙ্গু রোগী। চি‌কিৎসাধীন ১৩ জন রোগীর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ৫ জন, পাংশায় ৫ জন ও বালিয়াবান্দিতে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি