ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি

প্রকাশিত : ১৮:০৬, ১৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজবাড়ীর কালুখালী‌তে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপু‌রে জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা দণ্ডাদেশ দিয়েছেন। 

স্ত্রী আসমা খাতুনকে (২০) হত্যার দায়ে স্বামী রাকিবুল হাসানকে (৩৫) যাবজ্জীবন দেওয়ার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। র‌ফিকুল ইসলাম জেলার কালুখালী উপ‌জেলার গোয়ালপাড়া গ্রা‌মের মৃত ম‌জিদ শে‌খের ছে‌লে। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সা‌লের ১৩ নভেম্বর কালুখালীর গোয়ালপাড়ার রা‌কিকুল হাসানের বাড়ীর সাম‌নের বাঁশ ঝাড়ে গলায় ফাঁস নি‌য়ে আত্মহত্যা করেন আসমা খাতুন। ঘটনায় ওই দিন কালুখালী থানায় এক‌টি অপমৃত্যু দা‌য়ের হয়। তার ময়নাতদন্তের প্রতিবেদনে আসমা খাতুনের শ্বাস‌রোধ ক‌রে হত্যা করা হ‌য়ে‌ছে ব‌লে উল্লেখ করা হয়। 
পরে এ ঘটনায় রাকিকুল হাসান ও তার প্রথম স্ত্রী জাহানারা বেগম‌কে অ‌ভিযুক্ত করা হয়। রা‌কিবু‌লের প্রথম স্ত্রী জাহানারা বেগম‌কে মুক্তি দিয়েছেন আদালত। 
এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি