ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে বালিয়ামারী বর্ডারহাটে ডিসি-ডিএম পর্যায়ে সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১০, ১৮ সেপ্টেম্বর ২০১৯

কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলায় অবস্থিত বালিয়ামারী-কালাইয়েরচর বর্ডারহাটে ভারত-বাংলাদেশের ডিসি-ডিএম পর্যায়ে যৌথ বর্ডারহাট ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বর্ডারহাট প্রাঙ্গনে বাংলাদেশের পক্ষে কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুলতানা পারভীন ও ভারতীয় মেঘালয় রাজ্যের আমপাতি গাড়োহিল সাউথওয়েষ্টের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শ্রী রাম কুমার আইএএস বৈঠকে দলনেতা হিসেবে প্রতিনিধিত্ব করেন। 

এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল এস.এম আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, কুড়িগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, চর রাজীবপুরের ইউএনও মেহেদী হাসান এবং ভারতের পক্ষে বিএসএফ’র সেক্টর কমান্ডার জেপি চৌহান, পুলিশ সুপার তরুণ রবী, আইপিএস ঋতুরাজ রবীসহ প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এ সময় বর্ডারহাটের মানোন্নয়নে বিজিবি-বিএসএফ নিরাপত্তা বাহিনীর জন্য অস্থায়ী শেড নির্মাণ, বর্ডারহাটের সময় বৃদ্ধিকরণ, পণ্যের প্রকার বাড়ানো, হাটের রক্ষণাবেক্ষন ও সৌন্দর্যবর্ধন এবং বিক্রয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি