ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে লুডু প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ১৮ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর, শনিবার  বিকাল ৩ টায় ৩২ তোপখানা রোডস্থ সমিতির মিলনায়তনে এই লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র মহিলা জীবনসদস্য, পুরুষ জীবনসদস্যের সহধর্মিণীগণ ও তাদের মেয়ে সন্তানেরা অংশগ্রহণ করবেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,সাবেক সচিব বেগম মাফরুহা সুলতানা। এতে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক। 

উক্ত অনুষ্ঠানে সমিতির জীবন সদস্যদের উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি