ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লালমনিরহাটে সড়ক ভেঙ্গে লোকালয়ে ঢুকছে তিস্তার পানি (ভিডিও)

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ০৯:২১, ১৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বৃষ্টিপাত ও উজানের পানি না থাকায় গেল ১২ ঘণ্টায় লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত এলাকাগুলো থেকে বানের পানি নেমেছে। তবে বিভিন্ন স্থানে গ্রামীণ সড়ক ভেঙ্গে লোকালয়ে ঢুকছে তিস্তার পানি। এতে প্লাবিত হচ্ছে নুতন নুতন এলাকা।

হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের উত্তর ধুবনী গ্রামে রাস্তা ভেঙ্গে তিস্তা নদীর পানি লোকালয়ে ঢুকে প্লাবিত করছে নুতন নুতন এলাকা। লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ইউনিয়নের নোহালী গ্রামে গ্রামীণ সড়ক ভেঙ্গে তিন্তার পানি ঢুকছে গ্রামে।

সড়ক ভেঙ্গে তিস্তার পানি লোকালয়ে প্রবেশ করায় প্লাবিত হচ্ছে নুতন নুতন এলাকা। ডুবে যাচ্ছে রাস্তা-ঘাট ঘর-বাড়ি, ফসলি জমি আর ভেসে যাচ্ছে পুকুরের মাছ। স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় ভাঙ্গা সড়কে বালুর বস্তা ফেলে পানি আটকানোর চেষ্টা করছেন।

আকস্মিক তিস্তার পানি বৃদ্ধিদে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃষ্টিপাত বন্ধ হওয়ায় আর উজানে ভারত থেকে পাহাড়ি ঢলের পানি না আসায় তিস্তা নদীর পানি তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে।

হাতীআন্ধা উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন জানালেন, ভেঙ্গে যাওয়া সড়ক মেরামত করে চলাচলের উপযোগী করা হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি