ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১২:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০১৯

সিরাজগঞ্জের সলঙ্গায় মাটির ঘরের দেয়াল চাঁপায় নাজমুল হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানার দক্ষিণ কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল এই গ্রামের সবুজ আলীর ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, নাজমুল সকালে মাটির ঘরে খাবার খাচ্ছিল। তখন মাটির ঘরের দেয়াল তার উপর ভেঙ্গে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি