ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে বিজনেস এডভাইজরি কমিটি গঠন ও সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৩:১১, ১৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলায় ব্র্যাক কর্তৃক প্রত্যাশা প্রকল্পের আওতায় বিজনেস এডভাইজরির নবগঠিত কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদে এ সভা অুনষ্ঠিত হয়।

সভায় মাইগ্রেশন ফোরামের সভাপতি দোহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথীকে বিজনেস এডভাইজরি কমিটির সভাপতি ও জয়পাড়া বাজার উন্নয়ন সমিতির সভাপতি মো. আজাদ হোসেন খানকে সাধারণ সম্পাদক করে মোট ১৮ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. রাকিব আহসান খান, আরএসসি ম্যানেজার মো. আনোয়ার, ব্র্যক মাইগ্রেশন প্রোগ্রামের দোহার উপজেলা সহ-সভাপতি শামীম আরমান, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুন্নাহার, তথ্য ও প্রচার সম্পাদক তানজিম ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহনাজ পারভীন, পর্যবেক্ষক সদস্য ইভা আক্তার প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি