ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিরল রোগে আক্রান্ত শিশু তাসফিয়া (দেখুন ভিডিও)

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ১৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিরল বেকানিয়াসিস রোগে আক্রান্ত দরিদ্র পরিবারের সাড়ে তিন বছরের কন্যা-শিশু তাসফিয়া জাহান মনিরা। 

জন্মের পর থেকেই তার শরীরের পিঠের অংশ ঘন পশমে আবৃত। দিন যতই বাড়ছে পশম বাড়ছে। সারা শরীরে ছড়িয়ে পড়ছে কালসিটে দাগ। তার উন্নত চিকিৎসার জন্য সহায়তায় প্রয়োজন। 

তাসফিয়া নাচোলের পৌর এলাকার দিনমজুর বাবা মাসুদুজ্জামান মামুনের সাড়ে তিন বছরের কন্যা। জন্মের পর থেকেই বয়ে বেড়াচ্ছে বিরল চর্মরোগ বেকানিয়াসিস।

ভূমিষ্ট হবার পরই দেখা যায়, তাসফিয়ার পিঠে লোমে আবৃত ছোট্ট একটি টিউমার থেকে। ৬ দিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের অবহিত করলে, গঠিত হয় মেডিকেল বোর্ড। 

জানা যায়, এটি একটি বিরল চর্মরোগ। তার বয়স ৩-৪ হলে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে তিনবছরে শিশুটির শরীরে ছড়িয়ে পড়েছে ঘন কালো লোম। সারা শরীরে পড়েছে কালসিটে দাগ। গরমে ছটফট করে, তিন-চারবার গোসল করাতে হয় তাকে। টাকার অভাবে চলছে হোমিও চিকিৎসা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসফিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন।

তাসফিয়ার আরোগ্য  কামনা করেছেন স্বজন, প্রতিবেশীসহ সকলে। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি