ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে দূর্গাপূজা সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা :

প্রকাশিত : ২২:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দোহারের চর মাহমুদপুর পুলিশ ফাঁড়িতে আসন্ন দূর্গাপুজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ি এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি মো. জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমরা চাই দোহার ও নবাবগঞ্জে কোনো অপরাধ থাকবে না। এ ব্যাপারে আপনাদেরকে পুলিশকে সহযোগীতা করতে হবে।

এএসপি মো. জহিরুল ইসলাম বলেন, অভিভাবকদের তাদের সন্তানদের ব্যাপারে আরো বেশি সচেতন থাকতে হবে। আপনার সন্তান কি করছে, কার সাথে মেলামেশা করছে,  এটা কিন্ত আপনাকেই খেয়াল রাখতে হবে। আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যাতে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল রঞ্জন গুহ, দোহার থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজ্জাম্মেল হকসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি