ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে `উইশ টু একশন` প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৩, ১৯ সেপ্টেম্বর ২০১৯

কুড়িগ্রামে নারীর সমন্বিত প্রজনন স্বাস্থ্য (উইশটু একশন) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে  শহরের স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজুর রহমান। 

এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবু মো: জাকিরুল ইসলাম, পরিবার পরিকল্পণা অফিসের ডিডি ডা: নজরুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসের ডিডি মো: রোকনুল ইসলাম, সলিডারিটি’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের জেলা ফিল্ড কো-অর্ডিনেটর পংকজ পাল, ডা: ইশরাত জাহান প্রমুখ।

হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় স্থানীয় বেসরকারি এনজিও সলিডারিটি নারীদের প্রজনন স্বাস্থ্য ও প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার ৬টি ইউনিয়নে ‘উইশ টু একশন’ প্রকল্পের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করছে।

আই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি