ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০০:০২, ২০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে এক ভুয়া এমবিবিএস চিকিৎসককে আটক করা হয়েছে। সিভিল সার্জন অফিসে ডেকে এনে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করেন সিভিল সার্জন। আটক ওই ভুয়া চিকিৎসকের নাম মাসুদ ইকবাল। তিনি গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের ইজ্জত আলীর ছেলে।  

সিভিল সার্জন ডা. মো: জাহিদুল ইসলাম জানান, বেলকুচি উপজেলার শেরনগরে ইউনাইটেড হাসপাতালে একজন ভুয়া এমবিবিএস চিকিৎসক সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা দিচ্ছেন, এমন সংবাদের অনুসন্ধানে নামেন সিভিল সার্জন অফিসের একটি টিম।  

অনুসন্ধানে প্রাথমিক সত্যতা মিললে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভুয়া ডাক্তার মাসুদ ইকবালকে ডেকে পাঠায়  সিভিল সার্জন। 

এ সময় জিজ্ঞাসাবাদে তথ্যের নানা গড়মিল আর তার সরবরাহকৃত এমবিবিএস সার্টিফিকেটের ফটোকপিটি জাল বলে প্রমাণিত হয়। তার নিবন্ধন নম্বরটিও ওয়েব সাইটের কোথাও নেই। পরে এজাহার দায়ের করে ওই ভুয়া ডাক্তারকে থানায় সোপর্দ করেন সিভিল সার্জন।

আই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি